সাভারে দুর্যোগ সহনীয় ঘর পেলেন তিনতলা বাড়ির মালিক

সাভার প্রতিনিধি ঃঃ
সাভারের বিরুলিয়া ইউনিয়নে এমন একটি ঘর উপহার দিয়েছেন মহিলা মেম্বারের বোনকে। যার বাড়ি রয়েছে তিন তলা। এ নিয়ে সংবাদ ও সোস্যাল মাধ্যম এখন সরগরম।

জানা গেছে, সাভারের বিরুলিয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বরের ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী ইউপি সদস্যের কাছে টিআর, কাবিটা কর্মসূচীর আওতায় দুর্যোগ সহনীয় ঘরের বরাদ্দ আসলে তিনি তা প্রদান করেন তারই বোন মোছা: আমেনা খাতুনকে। যার রয়েছে তিন তলা বিলাসবহুল বাড়ি। ২০১৮-১৯ অর্থ বছরের টিআর, কাবিটা কর্মসূচীর আওতায় দুর্যোগ সহনীয় ঘরটি ২ লাখ ৫৮ হাজার ৫৩১ টাকা ব্যায় ধরা হয়েছিল।

স্থানীয় সূত্রে আরো জানা যায়, এই ঘরটি তিন বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এই ঘরে কেউ বসবাস করছেন না। ইউপি সদস্য নুরতাজ বলেন, আমি ঘর আমার বোনকে দিয়েছি। সে ওই ঘরেই বসবাস করতো। কিন্তু বিদ্যুৎ আর রাস্তার অভাবে সেখানে যাতায়াত করতে পারে না।

এ ব্যাপারে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, বিষয়টি আমরা তদন্ত করে দেখবো। তদন্ত শেষে এ ব্যাপারে মন্তব্য করতে পারবো।

শিরোনাম