সাভার প্রতিনিধিঃ
ঢাকার সাভারে অবস্থিত ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) সামনে বিক্ষোভ করছেন চাকরিপ্রত্যাশীরা। সকাল থেকে ডিইপিজেডের সামনের নবীনগর থেকে চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। বেলা তিনটার দিকে মহাসড়ক ছেড়ে ডিইপিজেডের ভেতরে অবস্থান নিলে সেনাবাহিনী ও শিল্প পুলিশের সদস্যরা তাঁদের বুঝিয়ে মূল ফটকের সামনে নিয়ে আসেন।
দুপুর ১২টার দিকে পুরাতন ডিইপিজেডের সামনে গিয়ে দেখা যায়, ডিইপিজেডের সামনে শতাধিক লোক জড়ো হয়ে বিক্ষোভ করছেন। সড়কের উভয় পাশে বাঁশ দিয়ে যান চলাচল আটকে দেওয়া হয়। এতে ওই স্থান থেকে সড়কের উভয় পাশে অন্তত তিন কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। এ সময় ডিইপিজেডের মূল ফটকের ভেতরের অংশে সেনাবাহিনী ও আশুলিয়া শিল্প পুলিশ-১–এর সদস্যদের অবস্থান নিয়ে থাকতে দেখা যায়। বেলা তিনটার দিকে সেনাবাহিনীর একটি দল মহাসড়কে বিক্ষোভরত লোকজনকে বুঝিয়ে মহাসড়ক অবরোধ ছেড়ে দেওয়ার অনুরোধ জানায়।