সাভারে ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাবের হাতে ৫ ডাকাত গ্রেফতার

সাভার প্রতিনিধি ঃঃ
সাভারে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে র‍্যাব। রবিবার বিকেলে র‍্যাব-৪ এ খবর নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলো, ভোলা জেলার মোঃ রাসেল মিয়া (২৩), মোঃ আইয়ুব আলী (২৩), বি.বাড়িয়া জেলার মোঃ সুমন মিয়া (২৭), পাবনার মোঃ আবু হানিফ মিয়া (৪০) ও বরিশালের মোঃ সুমন (৩৫)।

র‍্যাব জানায়, বেশ কিছুদিন যাবৎ চক্রটি একাধিক মানুষকে প্রাণনাশের হুমকিসহ ডাকাতির চেষ্টা ও চাঁদাবাজি করে আসছিল। শনিবার রাত সাড়ে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানাধীন আমিনবাজারের বড়দেশী এলাকায় তুরাগ নদীর পারে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাতকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

শিরোনাম