সাভারে জাবি’র মনপুরায় আগুন

সাভার প্রতিনিধি ঃঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সুইমিংপুল সংলগ্ন মনপুরা এলাকার সংরক্ষিত বনাঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় সেখানে আগুন লাগে। ঘটনাস্থলে উপস্থিত ছাত্র ও নিরাপত্তাকর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের পর ঐ বনাঞ্চলে হঠাৎ ধোঁয়া এবং পরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। হাতের কাছে পানি দেওয়ার সরঞ্জাম না থাকায় গাছের ডাল ভেঙ্গে তা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে লোকজন। এ সময় আগুন নেভাতে শিক্ষার্থীরাও নেমে পড়ে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা স্বাধীনসহ নিরাপত্তাকর্মীও আগুন নেভাতে সাহায্য করেন। পানি দিয়ে নেভানোর সুবিধা না থাকায় মনপুরা এলাকার অনেক জায়গা পুড়ে যায়। এতে বনাঞ্চলের ব্যাপক ক্ষতি হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কামরুল হাসান সংবাদ মাধ্যমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রতি বছরই এমন আগুনের ঘটনা ঘটছে। এতে পরিবেশের ক্ষতি হচ্ছে।

শিরোনাম