সাভারে ছোট সতীনের সিজারের খোঁচায় নষ্ট হয়ে গেল প্রথম স্ত্রীর চোখ

সাভার প্রতিনিধি ঃঃ
পারিবারিক কলহের জের ধরে সাভারে তৃতীয় স্ত্রীর নির্যাতনে চোখ হারাতে বসেছেন এক ব্যক্তির প্রথম স্ত্রী। বৃহস্পতিবার গভীর রাতে সাভারের উলাইল এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়,সাভারের গেন্ডা এলাকার পান দোকানী মোতালেব সরকারের প্রথম স্ত্রী সালমা গার্মেন্টসে চাকরি করে। কয়েক বছর যেতে না যেতেই সালমা বেগমের স্বামী মোতালেব সরকার দ্বিতীয় বিয়ে করেন। পরে পারিবারিক কলহের জের ধরে দ্বিতীয় স্ত্রী চলে গেলে আবারও মোতালেব সরকার নুরুন নাহার নামের আরেক নারীকে তৃতীয় বিয়ে করে রাজাবাড়ি এলাকায় বসবাস শুরু করেন।

একাধিক বিয়ের কারণে সংসারে তার শান্তি স্থায়ী ছিল না। বৃহস্পতিবার গভীর রাতে কলহের এক পর্যায়ে সিজার দিয়ে তার বাম চোখে আঘাত করে চোখ নষ্ট করে দেয় এবং বেধড়ক মরপিট করে পালিয়ে যায়। খবর পেয়ে তার স্বামী মোতালেব সরকার স্ত্রীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করে সেও পালিয়ে যায়।
এ ব্যাপারে পুলিশ জানায়, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শিরোনাম