সাভারে ছুরিকাঘাত করে কিশোর খুন

সাভার প্রতিনিধিঃ
সাভার পৌরসভা এলাকায় কাজ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাত করে আলামিন (১৫) নামের এক কিশোরকে। আলামিন বাড়ি না ফিরে আসায় সাভার মডেল থানায় তার বাবা আকমল খান একটি সাধারণ ডাইয়েরি (জিডি) করতে গেলে তিনি শুনেন তার ছেলে মরে হাসপাতালের মর্গে পড়ে আছে।সাভারের ব্যাংক কলোনী এলাকায় গেদু মিয়ার বাড়িতে পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।

জানা যায়, বৃহস্পতিবার (৭ জুলাই) রাতে সাভারের একটি মোবাইল সাভিসিং সেন্টার থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি ওয়াবদা রোড এলাকায় পৌছলে দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে ফেলে পালিয়ে যায়। লোকজন তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোর মারা যায়।

পুলিশ জানায়,এ ব্যাপারে মামলা হয়েছে,জড়িতদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

শিরোনাম