সাভারে চার শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক রিমান্ডে
সাভার প্রতিনিধিঃ
সাভারের কাউন্দিয়া এলাকায় অবস্থিত আজিজুল উলুম কাউন্দিয়া মডেল মাদ্রাসার ৪ শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক শামীমকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী এক শিশুর পরিবার মামলা দায়ের করলে গ্রেপ্তারকৃত শিক্ষককে রিমান্ড আবেদন করে আদালাতে পাঠানো হলে বিজ্ঞ আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। গতকাল দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সাভার মডেল থানাধীন কাউন্দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আল আমিন হাওলাদার।
এর আগে গত কয়েক মাস ধরে ৪ শিক্ষার্থীকে মাদ্রাসার ভেতরে বলাৎকার করে আসছিলেন অভিযুক্ত শিক্ষক। পরে ভুক্তভোগী শিশুরা তাদের পরিবারকে বিষয়টি জানালে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন এক শিশুর পরিবার। গ্রেপ্তারকৃত শিক্ষক হাফেজ শামীম (২১) নড়াইল জেলার লোহাগড়া থানার লাহুড়িয়া গ্রামের মো. মাসুদের ছেলে।