সাভারে চাঞ্চল্যকর অপহৃত চটপটি বিক্রেতা জাকিরসহ ৪ জনকে চাঁদপুর থেকে উদ্ধার

সাভার প্রতিনিধি ঃঃ
সাভারের চাঞ্চল্যকর চটপটি বিক্রেতা জাকির (৩৬)সহ চার ভিকটিম অপহরণের ৭ দিন পর চাঁদপুর জেলার মতলব থানাধীন দূর্গম চর হতে অপহৃত ভিকটিমদের উদ্ধারপূর্বক ২ জন অপহরণকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

জানা যায়, গত ১৫ ডিসেম্বর সাভার এলাকার জনৈক চটপটি ব্যবসায়ী মোঃ জাকির হোসেন (৩৬) কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। তার পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে সংশ্লিষ্ট সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নিখোঁজ মোঃ জাকির হোসেন এর বাড়ীওয়ালা শোভা আক্তার এর মোবাইলে অজ্ঞাতনামা ব্যক্তি কল করে জানায় জাকির হোসেন তাদের হেফাজতে আছে এবং তাকে জীবিত পেতে হলে মুক্তিপণ হিসেবে তাদেরকে ৪ লক্ষ টাকা প্রদান করতে হবে এবং ঘটনাটি আইন-শৃঙ্খলা বাহিনীকে জানালে জাকিরকে তারা প্রাণে মেরে ফেলবে।

অপহৃত ভিকটিম জাকিরকে উদ্ধারে তার বড়ভাই মোঃ আলমগীর দেওয়ান (৫৪) ও দুই ভগ্নিপতি যথাক্রমে মোঃ কাশেম বাঘ (৫০) ও মোঃ শফি উদ্দিন (৫৩)কে সাথে ২৫ হাজার টাকা নিয়ে আসামীদের ঠিকানায় গেলে তাদেরকেও আটকে রাখে। ঘটনাটি বিভিন্ন পত্র-পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচার হয় যা অত্র এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনাটি বিভিন্ন সামাজিক ও সংবাদ মাধ্যমে তোলপাড় শুরু হয়। এ সংক্রান্তে ভিকটিম জাকির হোসেন এর স্ত্রী র‌্যাব-৪ এর অধিনায়ক বরাবর একটি অভিযোগ দাখিল করেন। পরিপ্রেক্ষিতে র‌্যাব-৪ এর গোয়েন্দা দল এ বিষয়ে ছায়া তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল গত ২১ ডিসেম্বর ১৭.২০ ঘটিকার সময় চাঁদপুর জেলার মতলব উত্তর থানাধীন বাহেরচর নামক প্রত্যন্ত চর এলাকায় সাড়াশি অভিযান পরিচালনা করে অপহৃত ৪ জন ভিকটিমকে উদ্ধারসহ ২ জন অপহরণকারীকে গ্রেফতার করতে সমর্থ হয়। গ্রেফতারকৃতরা হলো,(ক) মোঃ ওবায়দুল্লাহ দেওয়ান (৪৮), জেলা-চাঁদপুর (খ) মোঃ রহমত উল্লাহ দেওয়ান (৩৯), জেলা-চাঁদপুর।

শিরোনাম