সাভারে চাঁদাবাজির অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার

 

সাভার প্রতিনিধি ঃঃ
সাভারে চাঁদাবাজির অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।

জানা গেছে, সাভার থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন খান দীর্ঘদিন ধরে বিভন্ন ফুটপাতে চাঁদাবাজি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩ টার দিকে সাভারের উলাইল বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাভার থানা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন, শাহিন খান (৪০) সাভার থানা যুবলীগের বর্তমান কমিটিতে সাংগঠনিক সম্পাদকের পদে রয়েছেন। গ্রেফতারের বিষয়ে আমি কিছু জানি না। ছবি-সংগৃহীত

শিরোনাম