সাভারে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে মানিকগঞ্জের যুবকের মৃত্যু

সাভার প্রতিনিধিঃ
সাভারে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে আহতদের মধ্যে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল সকাল ১১টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আকাশ মাহমুদ (২১) মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার চর কল্যাণপুর গ্রামের মো. আবুল বাশারের ছেলে। বর্তমানে তিনি সাভারের ব্যাংক কলোনি এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন।

নিহতের পরিবারের দাবি, আকাশ মাহমুদ একটি তামাকজাত পণ্য তৈরির কোম্পানিতে চাকরি করতো। সেদিন রাতে সিগারেট সরবরাহ শেষে বাড়ি ফেরার পথে দাঁড়িয়ে ঝালমুড়ি খাওয়ার সময় পেছন দিক থেকে কিশোর গ্যাংয়ের হামলায় মারাত্মকভাবে আহত হয় সে। এ সময় আহত হয় আরো ৩ জন।সাভার মডেল থানা-পুলিশ জানায়,এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম