সাভারে ইউপি নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানরা শপথ নিলেন

সাভার প্রতিনিধি ঃঃ
সাভারে ইউপি নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানরা শপথ নিলেন। বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) বিকেলে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় শপথ বাক্য পাঠ করান ঢাকা জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম।

গত ৫ জানুয়ারি নির্বাচনে সাভার উপজেলার ১২ টি ইউনিয়নের মধ্যে ১১টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। সাভারের তেতুঁলঝোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সেখানে ফখরুল আলম সমর আওয়ামীলীগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারো চেয়ারম্যান নির্বাচিত হন। ৫ জানুয়ারীর অনুষ্ঠিত নির্বাচনে সাভারে আওয়ামী লীগ মনোনীত ৯ জন এবং স্বতন্ত্র দুইজন চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হন। ছবি-সংগৃহীত

শিরোনাম