সাভারের হেমায়েতপুর থেকে আগ্নেয়াস্ত্রসহ একজন গ্রেফতার

সাভার প্রতিনিধি ঃঃ
সাভারের তেতুঁলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকা থেকে পুলিশ রাকিব (২৬) নামে এক যুবককে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে।

জানা গেছে, বুধবার ( ৬ অক্টোবর) বিকেলে ঐ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নাজিম উদ্দিনের দেহরক্ষী হিসেবে পরিচিত রাকিব (২৬) নামে এক যুবক তার সতীর্থদের নিয়ে হেমায়েতপুর পূর্বহাটী এলাকায় প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি ছুঁড়ে আতংক সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ তাকে ঐ এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় পুলিশ তার কাছ থেকে একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। সেই সাথে নাজিম উদ্দিনের বাপারেও তথ্য সংগ্রহ করে পুলিশ।

হেমায়েতপুর ট্যানারি পুলিশ ফাঁড়ির এসআই জাহিদ খান সংবাদ মাধ্যমকে জানান, পূর্বহাটী নতুনপাড়া এলাকায় রাকিব, বুলবুলসহ কয়েকজন মহড়া দিচ্ছিলো। স্থানীয়রা বিষয়টি আঁচ করতে পেরে তাদেরকে ধাওয়া করে। খবর পেয়ে পুলিশ সেখানে পৌছে রাকিবকে অস্ত্র ও গুলিসহ আটক করে। এ সময় বুলবুল দৌঁড়ে পালিয়ে যায়।

পুলিশ আরো জানায়, অস্ত্রের উৎসের ব্যাপারে রাকিবকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার সঙ্গে থাকা বুলবুলকে আটকের চেষ্টা চলছে। এ সংবাদ লেখা পর্যন্ত সাভার মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছিল। ছবি-প্রতিকী

শিরোনাম