সাভারের হেমায়েতপুর-জয়নাবাড়ি থেকে ১ কেজি হেরোইনসহ মাদক সম্রাট পাকড়াও

সাভার প্রতিনিধিঃ
সাভারে বিপুল পরিমাণ হিরোইন সহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। ঐ মাদক সম্রাটের গ্রেফতারের পর এলাকায় স্বস্তি বিরাজ করছে।

বৃহস্পতিবার(৮ ডিসেম্বর)দুপুরে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি এক প্রেস বিফিং এর মাধ্যমে জানান, বুধবার(৭ ডিসেম্বর) উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর জয়নাবাড়ি পশ্চিম পাড়া মহল্লায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দের কেজি হিরোইন সহ এক মাদক কারবারিকে আটক করা হয়। উদ্ধারকিত দেড় কেজি হিরোইনের বর্তমান বাজার মূল্য প্রায় এক কোটি এক লক্ষ টাকা বলে জানিয়েছেন ডিবি পুলিশ।

শিরোনাম