সাভারের হেমায়েতপুরে তেলের লরি দুর্ঘটনায় দগ্ধ ৭, নিহত-১

সাভার প্রতিনিধিঃ
সাভারের হেমায়েতপুরে তেলবাহী লরি উল্টে চারটি ট্রাক ও একটি প্রাইভেটকার পুড়ে গেছে। এ সময় একজন নিহত ও সাতজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে দিকে ৫টার মিনিটে একটি তেলবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লাগলে লরিতে আগুন লাগলে এ ঘটনা ঘটে। এরপর থেকে প্রায় দুই ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।ঘটনার সময় আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ায় ৫ গাড়ীতে আগুণ লাগে।

ঢাকা-আরিচা মহাসড়কের জোড়পুল এলাকায় এই ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্নে এখন পর্যন্ত সাতজন এসেছেন। তারা হলেন- মিম (১০), আল-আমিন (৩৫), নিরঞ্জন (৪৫), মিলন মোল্লা (২২), সাকিব (২৪), হেলাল ৩০ ও নজরুল ইসলাম (৪৫)। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তরমুজ ব্যবসায়ী নজরুল ইসলাম মারা গেছেন।

শিরোনাম