সাভারে সাবেক প্রতিমন্ত্রীসহ ৩২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা

সাভার প্রতিনিধিঃ
ঢাকার সাভারের সাবেক প্রতিমন্ত্রীসহ ৩২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।ঢাকার সাভারে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে সাজ্জাদ হোসেন (২৯) নামের এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী এনামুর রহমানসহ (৬৭) আওয়ামী লীগের ৩২১ নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। গতকাল রোববার রাতে নিহত শিক্ষার্থীর বাবা মো. আলমগীর বাদী হয়ে সাভার মডেল থানায় মামলাটি করেছেন।

তবে বাদী মো. আলমগীরের দাবি, মামলায় উল্লেখিত আসামিদের তিনি চেনেন না। তিনি শুধু দুটি কাগজে স্বাক্ষর করেছেন। তিনি সাধারণ ডায়েরি (জিডি) করতে থানায় গিয়েছিলেন। আদালতেও তিনি একই কথা বলবেন বলে জানান।পুলিশ কেন এভাবে মামলা নিল বুঝতে পারছি না।

শিরোনাম