সাভারের সাবেক উপজেলা চেয়ারম্যান কফিলের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা
সংবাদ জমিন, অনলাইন ডেস্ক ঃঃ
সাভারে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রীকে কটূক্তি করে বক্তব্য প্রদান করায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঢাকা জেলা বিএনপি’র সহ-সভাপতি কফিল উদ্দিনের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার আমিন বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী রকিব আহমেদ বাদী হয়ে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, গত ২২শে ডিসেম্বর বিকালে আমিন বাজার ডাচ্-বাংলা ব্যাংকের সামনে ইউপি নির্বাচনকে সামনে রেখে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মহিবুল্লাহর সমর্থনে এক সভায় কফিল উদ্দিন বর্তমান সরকার এবং প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে আপত্তিকর বক্তব্য দেন। তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ইতিমধ্যে আমরা মামলার আসামিকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছি। দ্রুত তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। তথ্য সূত্র-মানবজমিন