সাভারের বাইপাইল এলাকা হতে র‌্যাব এক মাদক কারবারিকে পাকড়াও করলো

সাভার প্রতিনিধি ঃঃ
ঢাকার আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হতে ১০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১০৫ গ্রাম হেরোইনসহ ১ জন মাদক ব্যবসায়ীকে পাকড়াও করেছে র‌্যাব-৪।

জানা গেছে,এরই বৃহস্পতিবার ( ১৭ ফেব্রুয়ারি ২০২২) ভোর ৫.১০ ঘটিকার সময় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় অভিযান পরিচালনা করে ১০ লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের ১০৫ গ্রাম হেরোইনসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত হলো,(ক) মোঃ মুসতাকিন (৪৫), জেলা-রাজশাহী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে রাজধানীর আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

শিরোনাম