সাভারের বলিয়ারপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-৪,আহত-৪০

সাভার প্রতিনিধিঃ
সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর এলাকায় দুটি বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। আজ সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার বাসিন্দা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ইঞ্জিনিয়ার কাউসার আহম্মেদ রাব্বি, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আরিফুজ্জামান, বৈজ্ঞানিক কর্মকর্তা পূজা সরকার ও পরমাণু শক্তি কমিশন স্টাফ বাসের চালক রাজিব হোসেন। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে ঢাকা-আরিচা মহাড়কের বলিয়াপুর এলাকায় একটি যাত্রবাহী বাস ইউটার্ন নেওয়ার সময় ঢাকাগামী একটি গরুবোঝাই ট্রাক বাসটির পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

শিরোনাম