সাভারের ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্র হত্যা,গ্রেফতার-১,দোকান-পাট ভাঙচুর
সাভার প্রতিনিধিঃ
সাভারের ড্যাফোডিল ইউনিভার্সিটির এক ছাত্রকে হত্যার ঘটনায় এলাকাবাসীর সাথে শিক্ষার্থীদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।উত্তেজিত শিক্ষার্থীরা দোকান-পাটে হামলা ও ভাঙচুর চালায়।
জানা গেছে,ঐ ইউনিভার্সিটির টেক্সটাইল বিভাগের ৪৪-তম ব্যাচের ছাত্র হাসিবুল ইসরাম অন্তরকে তুচ্ছ ঘটনার জের ধরে গত ২৭ অক্টোবর সাভারের বিরুলিয়ার আক্রাইন বাজারের কিছু দুর্বৃত্ত বিরুলিয়া ব্রীজের নিচে নিয়ে ব্যাপক মারধর করে।খবর পেয়ে তার সহপাঠীরা তাকে উদ্ধার করে স্থানীয় রাজু হাসপাতালে ভর্তি করে।পরে তার অবস্থার অবনতি হলে তাকে সাভার এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়।২ নভেম্বর তিনি মারা গেলে ৩ নভেম্বর গোটা ক্যাম্পাস এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।সন্ধ্যায় তারা মিছিল বের করে।এ সময় এলাকাবাসীর সাথে তাদের সংঘর্ষ বাধে।এ সময় উত্তেজিত শিক্ষার্থীরা দোকান-পাটে হামলা ও ব্যাপক ভাঙচুর চালায়।পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন,ঐ ছাত্রকে শত্রুতার জের ধরে হত্যা করা হয়েছে।এ ব্যাপারে মামলা হয়েছে।এ ঘটনায় রাহাত নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।