সাভার প্রতিনিধিঃ
সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অজিত নিশান্থ ফার্নান্দো (৫২) নামে একজন শ্রীলঙ্কান নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে চলছে তোলপাড়। গতকাল দুপুরে সাভার মডেল থানার এসআই আব্দুর রহিম রাজু নিহতের সুরতহাল করে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন।
জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে শ্রীলঙ্কান নাগরিক অজিত নিশান্থ ফার্নান্দো নিজ ভাড়াবাড়িতে বুকে ব্যথা বলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় সেখানকার নিরাপত্তাকর্মী ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত অজিত নিশান্থ ফার্নান্দো সাভার ডিইপিজেডের পুরাতন জোনে অবস্থিত বিদেশি মালিকানাধীন তৈরি পোশাক কারখানা জিবি গার্মেন্টস ইন্ডাষ্ট্রিজ লিমিটেড কারখানার ফ্যাক্টরি ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।