সাভারের আশুলিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

 

সাভার প্রতিনিধি ঃঃ

সাভারের আশুলিয়ায় ইলিম সরকার (৩৫) নামে এক ডিশ ও ইন্টারনেট ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ২৮ মার্চ (রোববার) সকাল ১০টার দিকে আশুলিয়া কাঠগড়া এলাকার সরকারি বাড়িতে এ ঘটনা ঘটে । নিহত ইলিম সরকার আশুলিয়া কাঠগড়া এলাকার ফজল সরকারের ছোট ছেলে। তিনি ওই এলাকায় ডিস ও ইন্টারনেট ব্যবসা করতেন।

নিহতের স্ত্রী কেমেলী বেগম জানান, সকালে ইলিমকে বাসায় রেখে নির্মাণাধীন বাড়ির কাজ দেখতে যান তিনি। সেখান থেকে বাসায় ফিরে রক্তাক্ত অবস্থায় ক্ষত-বিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপরে তারডাক-চিৎসকারে স্থানীয়রা এগিয়ে আসে। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দেয়। এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপী জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতরে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরেই তাকে হত্যা করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। সূত্র-সংবাদ

শিরোনাম