সাভার প্রতিনিধি ঃঃ
সাভারের আশুলিয়ায় নিজ ঘরে ডিস ব্যবসায়ী ইলিম সরকারকে (৪২) কুপিয়ে হত্যার সাথে জড়িত স্ত্রীসহ দুই জনকে গ্রেফতার করেছে (পিবিআই)। বুধবার (২৫ আগস্ট) পিবিআই থেকে এ খবর নিশ্চিত করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ইলিম সরকারের স্ত্রী ও তার পরকীয়া প্রেমিক নাটোর জেলার গুরুদাসপুরের তেলটুপি গ্রামের আব্দুস সামাদের ছেলে মোহাম্মদ রবিউল করিম পিন্টু (৩৫)। পিন্টু জামগড়া পল্লিবিদ্যুৎ জোনাল অফিসের লাইনম্যান ছিলেন ও আশুলিয়ার জামগড়ার বেরন এলাকায় বসবাস করতেন।
২৮ মার্চ ইলিম সরকারকে পরকীয়া প্রেমিকের সহায়তায় হত্যার পর পুলিশ ও পরিবারের সদস্যদের বিভ্রান্ত করতে কান্নায় ভেঙে পড়েন এবং কি সংবাদ সম্মেলনও করেন। নিহত ইলিম সরকার আশুলিয়ার কাঠগড়া সরকারবাড়ি এলাকার হাজি ফজল সরকারের ছোট ছেলে।
পিবিআই সংবাদ মাধ্যমকে জানান, এ ঘটনায় আরো একজনকে গ্রেফতার করার চেষ্টা চলছে, পাশাপাশি গ্রেফতারকৃতদের জিজ্ঞাগাসাবাদ শেষে আদালতে পাঠানোর জন্য প্রক্রিয়াধীন আছে।