সাভারের আশুলিয়ায় নিখোঁজ অধ্যক্ষের ৫ খন্ডিত লাশ উদ্ধার

 

সাভার প্রতিনিধি ঃঃ
নিখোঁজ রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মনের ৫ খন্ডিত লাশ সাভারের আশুলিয়া থেকে উদ্ধার করেছে র‌্যাব । এ ঘটনার মূল ঘাতকসহ তিন জনকে আটক করেছে র‌্যাব সদস্যরা । প্রতিষ্ঠানের মালিকানা দ্বন্দ্বে তিনি খুন হয়েছেন বলে র‌্যাব সংবাদ কর্মীদের নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঐ অধ্যক্ষ হঠাৎ নিখোঁজ হবার পর গত ২২ জুলাই তার পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়। আর এ জিডির সূত্র ধরেই র‌্যাব রবিউল, মোতালেব ও রহিমকে আটক করে। তাদের দেয়া তথ্যঅনুযায়ী সোমবার (৯ আগষ্ট) বেলা সাড়ে ১১ টার দিকে ঐ অধ্যক্ষের ৫ খন্ডিত লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলা হয়েছে।

 

শিরোনাম