সাভারের আশুলিয়ায় গরুর হাটের হাসিল চুরি করায় গণপিটুনি

 

আশুলিয়া (সাভার) প্রতিনিধি ঃঃ
সাভারের আশুলিয়ার টংগাবাড়ি এলাকার আব্দুল মান্নান বেপারীর ছেলে মোঃ আমান উল্লাহ আশুলিয়া গরুর হাট থেকে হাসিল চুরি করার অপরাধে গণপিটুনির শিকার হয়েছে।

জানা যায়, হাসিল চুরির সময় সাধারণ জনগণ আমান উল্লাহ কে হাতেনাতে আটক করে। গণপিটুনি দিয়ে পুলিশের হাতে হস্তান্তর করতে চাইলে এলাবাসীর কাছে তার পরিবার অনুনয়-বিনয় করে সালিশে মীমাংসা করে। এছাড়াও আমান উল্লাহ ভুয়া হাসিল বই বানিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। প্রতারণার জগতে সে মস্তবড় গুরু। গড়ে তুলেছে একটি সিন্ডিকেট চক্র। এলাকাবাসী এ ব্যাপারে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন।

শিরোনাম