সাভারের আশুলিয়ায় গণডাকাতি, নগদ টাকাসহ কোটি টাকার স্বর্ণ লুট

 

সাভার প্রতিনিধি ঃঃ
সাভারের আশুলিয়ায় থানার নয়ারহাট বাজারে গণডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল ১৯টি স্বর্ণের দোকানে হানা দিয়ে নগদ টাকাসহ প্রায় ২’শ ভরি লুট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা।

জানা গেছে, রোববার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে আশুলিয়ার বংশী নদী তীরবর্তী নয়ারহাট বাজারে তিনটি ইঞ্জিন চালিত নৌকায় করে প্রায় ৭০ থেকে ৮০ জন ডাকাত আগ্নেয়াস্ত্র ও ধাতব অস্ত্র নিয়ে প্রবেশ করে। তারা বাজারের নিরাপত্তারক্ষী ও বিভিন্ন দোকানের কর্মচারীদের ব্যাপক মারপিট ও জিম্মি করে ১৯টি স্বর্ণের দোকান লুট করে প্রায় ২শ’ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ৈ যায়।

সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

শিরোনাম