সাভারের আশুলিয়ার সেই রানী গরুটি গিনেস বুকে স্থান পেল

 

সাভার প্রতিনিধি ঃঃ
সাভারের আশুলিয়ায় একটি খামারে বেড়ে উঠা ছোট গরু রানী অবশেষে গিনেস বুকে স্থান পেল। বিশ্বের সবচাইতে ছোট গরুর স্বীকৃতি পেতে যাওয়া রানী বেঁচে থাকতে ছিল আলোচনার প্রধান বিষয়বস্তু মাত্র। দেশ ছাড়িয়ে রানিকে নিয়ে খবর আসে বিশ্ব মিডিয়ায়। কিন্তু দুর্ভাগ্য, রানী গরুটি অসুস্থ্য হয়ে মারা যায়। মৃত্যূর পর রানীকে স্বীকৃতি দিলো গিনেস বুক অফ ওয়ার্ল্ড কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চারিগ্রাম এলাকার শেকড় এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিইও মো: আবু সুফিয়ান এই তথ্য নিশ্চিত করেন। এর আগে সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তাকে ই-মেইলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বলে তিনি জানান।

শিরোনাম