সাভারের আশুলিয়া থেকে ৩ জনের লাশ উদ্ধার

সাভার প্রতিনিধিঃ
আশুলিয়ায় পৃথক স্থান থেকে স্কুলছাত্র, শিশু ও নারীসহ ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কোনাপাড়া মাইঠারটেক বিল থেকে নিখোঁজ স্কুলছাত্র, রোববার দুপুরে ধামসোনা ইউনিয়নের ভাদাইল পূর্বপাড়ার মোতালেব মিয়ার বাড়ির সেপটিক ট্যাংক থেকে শিশু ফারজানা ও সকালে আশুলিয়ার কাঠগড়া পশ্চিমপাড়া এলাকার আলমগীর হোসেনের বাড়ি থেকে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলম বলেন, পলাতক আমিনুল ইসলাম ওই নারীকে নিয়ে স্ত্রী পরিচয়ে আলমগীর হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। এ ছাড়া ঘটনাস্থল থেকে হামীম গ্রুপের একটি কারখানার শ্রমিকের আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। সেটি আকলিমা বেগম নামে এক সুইং অপারেটরের। তবে কার্ডটি নিহতেরই কিনা, নিশ্চিত হওয়া যায়নি। তিনি আরও জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

শিরোনাম