সাভার প্রতিনিধিঃ
সাভারের আশুলিয়ায় একটি মাঠ থেকে হাত-পা বাঁধা অবস্থায় আতিয়ার রহমান (৫২)নামে এক প্রাইভেটকার চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় রূপায়ণ মাঠ এলাকা থেকে নিহতের লাশটি উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। নিহত আতিয়ার রহমান রংপুরের উত্তর খলেয়ার হাজিপাড়া এলাকার আবদুর রহমানের ছেলে। তিনি আশুলিয়ার জামগড়া এলাকায় ভাড়া বাসায় থেকে প্রাইভেটকার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
জানা যায়,মঙ্গলবার রাতে আতিয়ার গাড়ি চালানোর কথা বলে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি। পরে গতকাল সকালে জামগড়ার রূপায়ণ মাঠ এলাকায় এক ব্যক্তির হাত-পা বাঁধা মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। বিষয়টি আশুলিয়া থানার পুলিশকে জানানো হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহটি উদ্ধার করেন। এ ব্যাপারে মামলা হয়েছে।