সাভারের আশুলিয়ায় প্রাক্তন স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর আত্মহত্যা
সাভার প্রতিনিধিঃ
সাভারের আশুলিয়ায় পুনরায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রাক্তন স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় ওই হত্যাকারী নিজেও ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল দুপুরে আশুলিয়া থানাসংলগ্ন কাইচাবাড়ি এলাকার গফুর মণ্ডলের বাড়িতে এ ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের শিকার নারীর নাম মোসা. মীম আক্তার (২২)। সে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার মতিমপুর গ্রামের জালাল উদ্দিনের মেয়ে। মীম বর্তমানে আশুলিয়া কাইচাবাড়ি এলাকার গফুর মণ্ডলের ভাড়া বাড়িতে থেকে স্থানীয় একটি কারখানায় হেলপার পদে চাকরি করতো।
অন্যদিকে মীমকে হত্যাকারী সাবেক স্বামী মো. নাঈম (২৫) নওগাঁ জেলার বদরগাছি উপজেলার মুখবাড়িয়া গ্রামের মংলা সরদারের ছেলে।আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাদরুজ্জামান হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।