সাভারেরর আশুলিয়ায় এক নারী অপর নারীর চুল কাটা নিয়ে তোলপাড়

 

সাভার প্রতিনিধি ঃঃ
সাভারের আশুলিয়ায় এক নারী অপর নারীর চুল কাটা নিয়ে তোলপাড় চলছে। আশুলিয়ার ঘোষবাগ এলাকার মুদি দোকানি লাকী পাওনা টাকা না পেয়ে এক নারীর চুল কেটে দিয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত নারী লাকী বেগমকে।

শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্কা ও আশুলিয়া থানার এস আই ইউনুস আলী বিষয়টি নিশ্চিত করেন। এরআগে সকালে ভুক্তভোগী বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। এ ঘটনা আটক লাকী বেগমকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার লাকী বেগম (৩০) পটুয়াখালী জেলার ইন্দুরকানি থানার কালাইয়া গ্রামের জাকির হোসেনের স্ত্রী। বর্তমানে আশুলিয়া ঘোষবাগ এলাকায় বসবাস করে ও মুদি দোকান রয়েছে।

শিরোনাম