সাভার,আশুলিয়া ও ধামরাইয়ের বন্ধ কারখানাগুলোতে ফের কর্মচাঞ্চল্য
সাভার প্রতিনিধিঃ
সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের বন্ধ কারকানা খুলে দেয়া হয়েছে।ফলে পোশাক শ্রমিকদের মাঝে আবারো ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।
জানা গেছে,ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন,ভাঙচুর করায় কর্তৃপক্ষ ১৩০টি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।মঙ্গলবার(১৪ নভেম্বর)থেকে খুলে দেয়া হয় এসব কারখানা। শ্রমিকরা আবারো তাদের কর্মস্থলে ফিরে আসে।এসব কারখানার মধ্যে ১২৯ টি কারখানা কাজ চললেও একটি কারখানা রয়েছে বন্ধ।কর্তৃপক্ষ আশা করছে সেটিও খুলে দেয়া হবে।তবে খুলে দেয়া এসব কারখানাগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য,গত ১১ নভেম্বর নিরাপত্তার স্বার্থে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের ১৩০টি কারখানা বন্ধের নোটিশ টাঙ্গিয়ে দেয় কর্তৃপক্ষ।ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে মোট ১৫টি।গ্রেফতার করা হয়েছে ১৫ জনকে।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।