সাবেক প্রেসিডেন্টে আব্দুল হামিদের ছোট ভাই, বোন ও ভাতিজাদের বিরুদ্ধে মামলা

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের মিঠামইনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় মিছিলে হামলা, মারপিট, ককটেল বিস্ফোরণ ও একটি রেস্টুরেন্টে ভাঙচুর চালানোর ঘটনায় থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।

দু’টি মামলাতে সাবেক প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের ছোট ভাই অধ্যক্ষ আবদুল হক নূরু, বোন আছিয়া আলম, ভাতিজা হানিফ কামাল, শরীফ কামাল ও তারেক কামালসহ পরিবারের আরও বেশ কয়েকজন সদস্যকে আসামি করা হয়েছে। এরমধ্যে একটি মামলায় সাবেক প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের ছোট বোন মিঠামইন উপজেলা পরিষদ চেয়ারম্যান আছিয়া আলমকে প্রধান আসামি করা হয়েছে।

শিরোনাম