সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধে ১ ব্যক্তি খুন,আহত-৩

সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগরে জমি-জমা নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় আব্দুর রাজ্জাক গাজী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকাল ৭টার দিকে উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের হাটছালা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তিনি ওই গ্রামে মৃত অমেদ আলী গাজীর ছেলে। এ ঘটনায় নিহতের ছেলে আফজাল হোসেন শ্যামনগর থানায় প্রতিপক্ষের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।

নিহতের ভাইপো মনির হোসেন জানান, সকালের দিকে নিজস্ব ক্রয়কৃত সম্পত্তিতে ঘর বাধার সময় প্রতিপক্ষ একই এলাকার আজিজুল তরফদারের নেতৃত্বে ১০/১২ জনের লাঠিয়াল বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এতে ঘটনাস্থলে আব্দুর রাজ্জাক গাজী গুরুতর আহত হয়। দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার তাকে মৃত ঘোষণা করেন।

শিরোনাম