সাটুরিয়ায় সৎভাইয়ের ধর্ষণে কিশোরী অন্ত:সত্ত্বার ঘটনায় লম্পট ভাই গ্রেফতার

 

মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের সাটুরিয়ার জালশুকা গ্রামে ছোট বোনকে (১৪) ধর্ষণের অভিযোগে শুক্রবার ( ১০ সেপ্টেম্বর) রাতে সৎ ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এরপর শনিবার অন্তঃসত্ত্বা ওই কিশোরীর মা সাটুরিয়া থানায় সুজন মিয়াকে (২২) আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ শনিবার ( ১০ সেপ্টেম্বর) দুপুরে তাকে টাঙ্গাইলের দেলদুয়ার এলাকা থেকে গ্রেফতার করে আদালতে পাঠালে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, এক বছরের বেশি সময় ধরে নিজের সৎ ভাইয়ের ধর্ষণের শিকার হয়ে আসছে ওই কিশোরী। ধর্ষণে বাধা দিতে গেলে মারধর করা হতো তাকে। ওই কিশোরীকে বিভিন্ন সময় নিজ ঘরে ধর্ষণ করত লম্পট সৎ ভাই সুজন মিয়া (২২)।

লোকলজ্জার ভয়ে কিশোরী বিষয়টি কাউকে জানায়নি। সম্প্রতি সে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়ে যায়।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম সংবাদ মাধ্যমকে জানান, ওই কিশোরীর মা সাটুরিয়া থানায় মামলা দায়ের করেছেন। লম্পট সুজনকে গ্রেফতার করা হয়েছে।

শিরোনাম