সাটুরিয়ায় সেই সাথীর উপর এসিড নিক্ষেপকারী নাঈম মল্লিক র্যাবের হাতে পাকড়াও
মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের সাটুরিয়ার চাঞ্চল্যকর এসিড নিক্ষেপকারী মামলার একমাত্র আসামী নাঈম মল্লিক (৩০)কে গ্রেফতার করেছে র্যাব-৪।
র্যাব সূত্রে জানা গেছে, গত ২৯ জানুয়ারী ০১:১০ ঘটিকার সময় মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানাধীন ভিকটিম সাথী আক্তার (২৫) নামের এক নারী এসিড সন্ত্রাসের শিকার হয়। এসিডে ভিকটিম সাথীর মুখে ও শরীরের বিভিন্ন স্থানে, সাথীর ছোট বোন ইতি আক্তার (৮) ও মা মোছাঃ জুলেখা বেগম (৩০) এর শরীরের বিভিন্নস্থানে ঝলসে যায়। সাথী সহ তার পরিবারের লোকজনের চিৎকার-চেঁচামেচিতে আশপাশের লোকজন এসে হাজির হয় এবং সাথীকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।
পরবর্তীতে সাথীর অবস্থা অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। বর্তমানে সাথী অ্যাসিডে ঝলসানো মুখ ও শরীর নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। উক্ত ঘটনায় বিভিন্ন মিডিয়ায় ফলাও করে সংবাদ প্রকাশিত হয়।
যার ফলশ্রুতিতে র্যাব-৪ এর একটি গোয়েন্দা দল পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় র্যাব গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ( ১ ফেব্রুয়ারী) ১৭.১০ ঘটিকার সময় মানিকগঞ্জ সদর থানাধীন সাকরাইল বাজার এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে উক্ত চাঞ্চল্যকর এসিড সন্ত্রাস মামলার একমাত্র আসামী মানিকগঞ্জের মোঃ নাঈম মল্লিক (৩০) কে গ্রেফতার করে।