সাটুরিয়ায় শ্রমিককে জবাই করে হত্যা

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সাটুরিয়া ধানকাটার শ্রমিককে জবাই করে হত্যা করা হয়েছে। এই হত্যাকান্ডের সাথে জড়িত মানিক ওরফে হৃদয় (৩২) নামে একজনকে গ্রেফতার করেছে সাটুরিয়া থানা পুলিশ। সোমবার বেলা দেড়টার দিকে উপজেলার বালিয়াটি ইউনিয়নের গর্জনা চকে এই ঘটনা ঘটে।

জানা গেছে,মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার ফকিরপাড়া এলাকার জিরিম কবিরাজের ছেলে ধান কাটার শ্রমিক আরিফ হোসেনের সাথে একই উপজেলার পারুরিয়া বাঘুটিয়া এলাকার মো. মেহের আলীর ছেলে মানিক ওরফে হৃদয় (৩২)এর বাকবিতন্ডা হয়। আর এ বাকবিকন্ডার এক পর্যায়ে হৃদয় ধারালো কাস্তে দিয়ে আরিফকে গলা কেটে হত্যা করে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুল আলম জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। ইতিমধ্যে ঘটনার মূল ঘাতককে গ্রেফতার করা হয়েছে।

শিরোনাম