সাটুরিয়ায় শহীদ বেদীতে ফুল দেয়া নিয়ে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষ,আহত-৮


মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
সাটুরিয়ায় শহীদ বেদিতে ফুল দিতে এসে বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ৮ জন আহত হয়েছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের সভাপতি মো. রহুল আমিন শহীদ বেদিতে ফুল দেন। পরে বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের একাংশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল সালাম সরদার তার সমর্থকদের নিয়ে ফুল দেন।

এ সময় ফুল দেয়াকে কেন্দ্র করে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষে জাকির ও নাজমূলসহ অন্তত ৮ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।আহত নাজমুলের অবস্থা গুরুতর হলে তাকে সাটুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো সংবাদ মাধ্যমকে বলেন, যারা এই স্বাধীনতা দিবসে দলীয় শৃঙ্খল ভঙ্গ করেছে এবং হামলা করেছে তারা এদেশে বিএনপি জামায়াতের দূসর। এদের চিহিৃত করে ব্যবস্থা নেওয়া হবে।

সাটুরিয়া থানার ওসি আশরাফুল আলম বলেন, ফুল দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ বাঁধলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


শিরোনাম