সাটুরিয়ায় পুত্রের শাবলের আঘাতে পিতার মৃত্যু,লাশ পুড়িয়ে ধামাচাপার চেষ্টা
মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সাটুরিয়ায় জমি লিখে না দেয়ায় বৃদ্ধ বাবাকে শাবল দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রোববার উপজেলার বালিয়াটি ইউনিয়নের হাজিপুর বাগানবাড়িতে। এদিকে সাটুরিয়া থানা পুলিশের ঝামেলা এড়াতে লাশ পুড়িয়ে দেয় ছেলেরা। সোমবার পুলিশ খবর পেয়ে শ্মশান থেকে হত্যার আলামত উদ্ধার করে আসামিকে গ্রেপ্তার করে।
জানা গেছে, গত রোববার দুপুরে ছেলে অটল সূত্রধরকে বৃদ্ধ বাবা ঝুনা সূত্রধর ভাত খাওয়ার জন্য বলে। এ কথা বলার পর ছেলে অটল সূত্রধর বাবাকে জমি লিখে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। একপর্যায়ে ছেলে বাবার সঙ্গে কথা কাটাকাটি হলে ছেলে অটল ঘরে থাকা শাবল দিয়ে বাবাকে পেটাতে থাকে। পেটাতে পেটাতে ছেলে শাবল বাবার বুকের মধ্যে ঢুকিয়ে দেয়। বৃদ্ধ ঝুনা সূত্রধর মাটিতে লুটিয়ে পড়লে প্রতিবেশীরা এসে মাথায় পানি ঢালতে থাকে। বৃদ্ধ ঝুনা সূত্রধর মৃত্যুর কোলে ঢলে পড়লে তাকে সাটুরিয়া হাসপাতালে নেওয়া হয়। রোগীর অবস্থা বেগতিক দেখে তাকে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পথিমধ্যে তিনি মারা যান। লাশটি বাড়িতে আনার পর তার লাশ গোপনে শ্মশানে পুড়িয়ে দেয়া হয়। এ ব্যাপারে মামলা হয়েছে। ঘাতক পুত্রকে পুলিশ গ্রেফতার করা হয়।