মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মো: হারুন-অর-রশিদের নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দেয়া হয়েছে। রোববার রাত ২টার দিকে উপজেলার সাভার দক্ষিণ পাড়ায় (৫নং ওয়ার্ড) এ ঘটনা ঘটে। অভিযোগ করা হচ্ছে যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা এ ঘটনার সাথে জড়িত।
আগামী ২৬ ডিসেম্বর রোববার মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট গ্রহণ শুরু হবে। আওয়ামী লীগের প্রার্থী ছাড়াও এখানে দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে রয়েছেন মোটর সাইকেল প্রতীকের মো: মোশারফ হোসেন ও আনারস প্রতীকে গাজী আব্দুল হাই। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীকে নির্বাচন করছে মো: সেলিম হোসেন।
পুলিশ জানায়, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ছবি-প্রতিকী