সাটুরিয়ায় নেশার টাকা যোগাতে শিশু চুরি,১ হাজার টাকায় বিক্রি
সাটুরিয়া(মানিকগঞ্জ)প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সটুরিয়ায় নেশার টাকা যোগাতে শিশু চুরির ঘটনা ঘটেছে।
জানা গেছে,উপজেলার মাকারকুল গ্রামের আরিফ হোসেনের আড়াই মাসের শিশু বাচ্ছাকে সিঁদ কেটে চুরি করে একই উপজেলার ছনকা গ্রামের পাখি মিয়ার পুত্র জন্টু(২৬) ও সজল(২৯)। এরপর শিশুটিকে তারা টাঙ্গাইলের নাগরপুরে খলিসা ডহরা গ্রামে অবস্থানরত মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার সোহেলের নিঃসন্তান স্ত্রী তাসলিমা বেগম(২৯) এর নিকট বিক্রি করে।
এদিকে শিশুটিকে অনেক খেঁজাখঁজি করে যখন পাওয়া যাচ্ছিল না তখন ঐ এলাকার জনতা শিশুটিকে উদ্ধার করে শিশুটির প্রকৃত মায়ের মাধ্যমে শনাক্ত করে নাগরপুর থানা-পুলিশকে খবর দেয়।পুলিশ শিশুটি উদ্ধারসহ নিঃসন্তান ঐ মহিলাকে আটক করেছে।এ ব্যাপারে মামলা হয়েছে।