সাটুরিয়ায় আগুনে পুড়ে কৃষকের ৬ লক্ষ টাকার ক্ষতি

মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ

মানিকগঞ্জের সাটুরিয়ায় খড়ের আগুনে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতি হয়েছে ৬ লক্ষ টাকার মালামাল। সোমবার (১৫ মার্চ ২০২১) রাত ৮ টার দিকে উপজেলার বরাইদ ইউনিয়নের আগ সাভার গ্রামের বিলাত আলীর বাড়ির গোয়াল ঘরে মশা তাড়ানোর খড়ের ধুঁয়া থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে ঐ পরিবারের তিনটি গরু ও তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ সময় সাতটি গরু অগ্নিদগ্ধ হয়। ক্ষতি হয় ছয় লাখ টাকার মালামাল ।

খবর পেয়ে স্থানীয় বরাইদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হারুন-অর-রশিদ ঘটনাস্থল পরিদর্শন করে আহত গরুগুলো বাঁচাতে বিভিন্ন পরামর্শ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম সংবাদ মাধ্যমকে বলেন, ক্ষয়ক্ষতির পরিমান তালিকা করে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সহায়তা করা হবে।

শিরোনাম