সাটুরিয়ার তিল্লী থেকে নাগরপুরের কলেজ ছাত্রের লাশ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী ব্রিজের নিচ থেকে টাঙ্গাইলের নাগরপুরের কলেজ ছাত্র নিখোঁজ হওয়ার ১১ দিন পর তার লাশ উদ্ধার করা হয়েছে।শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, টাঙ্গাইলের নাগরপুরে সদর ইউনিয়নের নঙ্গিনাবাড়ী গ্রামের সৌদি প্রবাসী মো:হোসেন মিয়ার কলেজ পড়ুয়া ছেলে আরিফ(২১) গত ৮ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে আরিফ নিজের মোটরসাইকেল নিয়ে চাচাতো ভাই জাহাঙ্গীরের সঙ্গে বাড়ি থেকে টাঙ্গাইলের উদ্দেশে বের হয়ে যান। ওই দিন বিকেলে জাহাঙ্গীর একা বাড়ি ফিরে আসলে নানা প্রশ্নের সম্মুখীন হয়। কিছুতেই তার হদিস না দেয়ায় শুরু হয় খোঁজাখুঁজি শুরু হয়। পুলিশ জানায়,এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

শিরোনাম