সাটুরিয়ার চাঞ্চল্যকর শহীদুল হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী শাহিন গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার চাঞ্চল্যকর শহিদুল ইসলামকে নৃশংসভাবে গলাকেটে হত্যা মামলার প্রধান পরিকল্পনাকারী মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মোঃ শাহিন আলম (৩৮)কে মানিকগঞ্জ জেলার ঘিওর থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

জানা গেছে, র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল গত ২৬ সেপ্টেম্বর রাতে মানিকগঞ্জ জেলার ঘিওর থানার বড়টিয়া এলাকায় অভিযান পরিচালনা করে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার চাঞ্চল্যকর শহিদুল ইসলামকে নৃশংসভাবে গলাকেটে হত্যা মামলার প্রধান আসামী এবং দীর্ঘ ৬ বছর বিভিন্ন ছদ্মবেশে পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী মোঃ শাহিন আলম (৩৮) জেলা-ঢাকাকে গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য ২০০৬ সালের ২০ মে শাহিনকে জাকির গংরা ধামরেইয়ে নিয়ে নির্মমভাবে হত্যা করে এবং লাশ গুম ও আলামত নিশ্চিহ্নের চেষ্টা করে।

শিরোনাম