সাটুরিয়ার গোলড়ায় সড়কের কাজ ঢিমেতালে হওয়ায় জন ভোগান্তি চরমে

মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
খোয়া ও বোল্ডার ক্রাশড পাথর দীর্ঘদিন ধরে বিছিয়ে রাখা হয়েছে মহা সড়কে। অথচ কাজ শেষ করার কোন লক্ষণ নেই। যানবাহনের চাকার আঘাতে বালি ও খোয়াগুলো ধুলার সৃষ্টি করছে। বাতাসে ধুলা উড়ে জমেছে দুই পাশের গাছপালায়। চারপাশে সবুজ পাতায় এখন ধুলার আস্তরণ। ফলে যাত্রী ভোগান্তি এখন চরমে।

জানা গেছে, আরিচা মহাসড়কের গোলড়া এলাকায় সড়কের নির্মাণ কাজ হচ্ছে। কিন্তু কাজ যেন শেষ হতে চাইছে না। সবার প্রশ্ন আর কত, আর কত দিন গেলে এ সড়কের নির্মাণ কাজ শেষ হবে? নির্মাণ কাজ শেষ না হওয়ায় গোলড়া বাসস্ট্যান্ড এলাকার দূরাবস্থা।

এই সড়কের দুই পাশে আছে বসতবাড়ি, দোকানপাট, স্কুল ও মসজিদ।ধুলায় দুর্ভোগের যেন শেষ নেই পথচারী ও স্থানীয় মানুষের। যথাযথ কর্তৃপক্ষের নিকট যাত্রী সাধারণ অতি দ্রুত সড়কের নির্মাণ কাজ শেষ করার জন্য দৃষ্টি আকর্ষণ করেছেন। ছবি-রিসাইজ

শিরোনাম