সাটুরিয়ার গোলড়ায় গাড়ী চাপায় এক গাড়ী চালক নিহত

সাটুরিয়া প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত গাড়ি চাপায় মোঃ স্বাধীন হোসাইন (২০) নামে এক যুবক নিহত হয়েছে।রোববার (২৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে ঢাকা- আরিচা মহাসড়কের গোলড়া বাসস্ট্যান্ডের পূর্বপার্শে এই দুর্ঘটনা ঘটে।

নিহত স্বাধীন হোসাইন সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের কৃষ্টপুর এলাকার মোঃ সমেস আলীর ছেলে। সে ধামরাইয়ের বাথুলি এলাকায় অবস্থিত কিউট ড্রেস ( cute dress) নামক গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতো।

শিরোনাম