সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
২৬ এপ্রিল ১৯৮৯ সালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার উপর দিয়ে বয়ে যায় স্মরণকালের ভয়াবহ টর্নেডো। ২৬ শে এপ্রিল ১৯৮৯ সালে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার উপর দিয়ে বয়ে যায় স্মরণকালের ভয়াবহ টর্নেডো। যার আঘাতে বিলিন হয়ে যায় সাটুরিয়া উপজেলার অধিকাংশ গ্রাম।
বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, ১৯৮৯ সালের ২৬ এপ্রিলের সাটুরিয়ার টর্নেডোকেই এ যাবৎ কালের মধ্যে বিশ্বের সবচেয়ে ভয়াবহ টর্নেডো হিসেবে বিবেচনা করা হয়। নিহত হয় প্রায় কয়েক হাজার মানুষ । প্রায় ১২ হাজার লোক আহত হয় ও প্রায় এক লাখ লোক গৃহহীন হয়ে পড়ে। এছাড়া উপজেলার ২০টি গ্রাম লণ্ড ভণ্ড হয়ে রীতিমত মাটির সঙ্গে মিশে যায়। অল্প সময়ের মধ্যে টর্নেডোতে এ ধরণের ভয়াবহ ধ্বংস লীলার কারনেই ইতিহাসে সবচেয়ে ভয়াবহ টর্নেডো হিসেবে সাটুরিয়ার টর্নেডোকেই বিবেচনা করা হয়ে থাকে।
কয়েকটা আশ্চর্য্য ঘটনা ঘটে, যেমন চর সাটুরিয়ায় থাকা মালামাল ভর্তি ট্রাক উড়ে গিয়ে নদীর উপারে গুদাম ঘরের ছাদে নিয়ে গেছিলো তারপর ও ট্রাকের মালামাল সব ঐ রকমই ছিল|ঘটনাবহুল সেই ২৬ এপ্রিল ছিল বুধবার। রোজার দিনে ইফতার করতে প্রস্তুতি নিচ্ছিল ধর্মপ্রাণ মুসলমানেরা। সন্ধ্যার আগ মূহুর্তে ইফতারের আগে হঠাৎ করেই প্রচন্ড বেগে সাটুরিয়া উপজেলার উপর দিয়ে বয়ে যায় ভয়াল এক টর্নেডো যার আঘাতে লন্ড-ভন্ড হয়ে যায় সাটুরিয়া উপজেলার প্রায় ১২ টি গ্রাম। মাত্র ১ মিনিটেরও কম সময়ে কেউ কিছু বুঝে উঠার আগেই ধ্বংশ-যজ্ঞে পরিনত হয় সাটুরিয়া । খবর ছড়িয়ে পড়ে দেশ হতে দেশান্তরে।
সরকারসহ বিশ্ব বিবেক নাড়া দিয়ে উঠে। বরেন্য রাজনীতিবীদ জনাব কর্নেল আব্দুল মালেক এর ঐকান্তিক প্রচেষ্টায় সেই রাত থেকে শুরু হয় উদ্ধার কাজ। উদ্ধার কারীরা চতুর্দিকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা লাশের সারি দেখে হতবাগ হয়ে পড়ে। সাটুরিয়া উপজেলার সদর, হরগজ, তিল্লীসহ বিভিন্ন গ্রামের মানুষ স্বজন হারানোর বেদনায় কাতর হয়ে উঠে। তথ্য-সংগৃহীত