সাটুরিয়ায় সিনেমা হলের পাশের খাল এখন দখল, দূষণের কবলে
সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
মানিকগঞ্জের সাটুরিয়া সিনেমা হল রোডের পাশ দিয়ে বয়ে যাওয়া দুই কিলোমিটার খালের উপর বাঁধ দিয়ে দখল করে নিচ্ছেন খালের দুই পাড়ের বসবাসকারীরা। ফলে খাল দিয়ে পানি ঢুকতে ও বের হতে না পারায় হুমকির মুখে পড়েছে কৃষি জমি। অবৈধ দখলকারীরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পাচ্ছে না। জানা গেছে, পূর্ব কুষ্টিয়া হতে উত্তর কাওন্নারা দিয়ে সাটুরিয়ার চন্দ্রাখালী নদীতে মিশে গেছে শত বছরের স্রোতধারা এই খাল। এক সময় সড়ক পথে চলাচল ভালো না থাকায় বর্ষা মৌসুমে মানুষজন নদী পথে ছোট বড় পাল তোলা নৌকা নিয়ে মালপত্র আনা নেয়া ও চলাচল করতো। এ ছাড়া কৃষকের শস্য উৎপাদনে এই খালের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। সেই খাল এখন দখলদারের কবলে পড়ে হারিয়েছে তার নিজস্ব গতি। সরজমিন গিয়ে দেখা গেছে, সাটুরিয়া সিনেমা হল রুটের পাশ দিয়ে বয়ে যাওয়া খালটির মধ্যে দুই ধারে বসবাসকারীরা প্রথমে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতো। এরপর তারা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাটি ফেলে খালের স্রোতের গতি কমানোর জন্য মাটি ফেলে ভরাট করে। দুই কিলোমিটার লম্বা খালের মধ্যে প্রায় ৪০টি বাঁধ দিয়ে খালের পানি নিষ্কাশন বন্ধ করে দিয়েছে।
এ ব্যাপারে সাটুরিয়া উপজেলা প্রশাসন জানায়,এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। খাল দখল করে বাড়িঘর নির্মাণ করা অন্যায় কাজ।তথ্যসূত্র-মানবজমিন