মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সাটুরিয়ায় বরাইদ ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার ঘর আশ্রয়ণ প্রকল্পে প্রথম ধাপে ২৮ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে নির্মিত ১৭টি ঘরের মধ্যে একটি পরিবার ভূমিহীন হিসেবে বসবাস করছেন। বাকি ১৬ ঘরে শুরু থেকেই তালাবদ্ধ অবস্থায় অযত্নে পড়ে আছে। আশ্রয়ণ প্রকল্পের চারদিকে আগাছা জন্মে ভুতুড়ে পরিবেশ তৈরি হয়েছে। বৃষ্টি হলে হাঁটুপানি, চাল দিয়ে পানি পড়াসহ নানা সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পাপন মিয়া।
সাটুরিয়ার ইউএনও শান্তা রহমান বলেন, যাদের নামে আশ্রয়ণ কেন্দ্রে জমি ও ঘর বরাদ্দ দেয়া হয়েছে তারা কোন ইউনিয়নের সেটা দেখার বিষয় না। তারা কেন থাকেন না- তা খতিয়ে দেখা হবে।