সাটুরিয়ায় প্রেমিকার পরিবারের মারপিটে প্রাণ গেল প্রেমিকের

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
মানিকগঞ্জের সাটুরিয়ায় প্রেমিকার পরিবারের সদস্যদের মারধরে সোহাগ আহমেদ (১৭) নামে এক কিশোরের মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ই ডিসেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় সোহাগের। এঘটনায় প্রেমিকার বাবা সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। নিহত সোহাগ আহমদে উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের নতুন ভোঁয়া এলাকার আখের আলীর ছেলে। সে এলাকায় তাঁত শ্রমীকের কাজ করতো।

জানা গেছে, উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমানের ৯ম শ্রেণী পড়ুয়া মেয়ের সাথে একই এলাকার সোহাগ আহমেদের প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। বিষয়টি জানতে পেরে মেয়ের বাবা হাবিবুর রহমান ও ভাই সুজন মিয়া গত ২১শে নভেম্বর সকালে প্রেমিক সোহাগ আহমেদের বাড়িতে গিয়ে তাকে বেধম মারধর করে। কিন্তু ওই দিন বিকেলেই প্রেমিক প্রেমিকা বাড়ি থেকে পালিয়ে যায়। পরে মেয়ের বাবার অনুরোধে পালিয়ে যাওয়ার দুইদিন পর গত ২৩শে নভেম্বর তারা বাড়ি ফিরে আসে। ২৪ নভেম্বর ২য় দফা মারপিট করলে তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে কর্ণেল মালেক মেডিকেল হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হয়। প্রায় ২ সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর গত মঙ্গলবার তার মৃত্যু হয়। এ ব্যাপারে মামলা হয়েছে। পুলিশ এ ব্যাপারে ১ জনকে আটক করেছে।

শিরোনাম