সাটুরিয়ায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর হাতে স্ত্রী খুন, ঘাতক স্বামী পাকড়াও

সাটুরিয়া(মানিকগঞ্জ)প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সাটুরিয়ায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর হাতে খুন হয়েছে।এ ঘটনায় ঘাতক স্বামীকে পাকড়াও করেছে পুলিশ।

জানা গেছে, উপজেলার বালিয়াটি হাজীপুর এলাকার আব্দুর রহিমের ছেলে শিবলু (৩৬)এর সাথে ধামরাইয়ের স্নোটেক্স গার্মেন্টসের কর্মী উজালা আক্তার(২৪)এর বিয়ে হয়।বিয়ের পর হতেই তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না।গত বুধবার(২৫ অক্টোবর)রাতে বাকবিতন্ডার এক পর্যায়ে শিবলু লাঠি দিয়ে পিটিয়ে স্ত্রী উজালাকে হত্যা করে।পুলিশ জানায়,এ ব্যাপারে মামলা হয়েছে,ঘাতক স্বামীকে আটক করা হয়েছে।

শিরোনাম